Ajker Patrika

জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফের খুনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৫: ৩৩
জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফের খুনি গ্রেপ্তার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ হত্যা মামলার ফাঁসির আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদয় মণ্ডলের বিরুদ্ধে আরও হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান আজ বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ছাত্রলীগের সমন্বয়ক ও বিএলএফ-এর গোয়েন্দা বিভাগের প্রধান কাজী আরেফ স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত জাসদের অন্যতম প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। 

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসভায় গুলিতে জাসদের পাঁচ নেতা নিহত হন। কাজী আরেফ আহমেদ ছাড়াও সেদিন নিহত হয়েছিলেন তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরায়েল হোসেন ও শমসের মণ্ডল। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর ২০০৪ সালের ৩০ আগস্ট ১০ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন জেলা জজ। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলে ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট নয়জনের ফাঁসির আদেশ বহাল থাকে। একজনকে খালাস ও ১২ জনের সাজা মওকুফ করেন আদালত। এরপর ২০১৬ সালে ৮ জানুয়ারি তিন খুনির ফাঁসি কার্যকর হয়। বাকি পলাতক খুনিদের মধ্যে উদয় মধ্যে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করলো র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত