কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নারীদের দিয়ে ফাঁদ পেতে মানুষকে জিম্মি ও র্যাব পরিচয় দিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের তিন নারীসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় প্রতারণাকাজে ব্যবহৃত একটি র্যাব লেখা জ্যাকেটও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৫), সদর দক্ষিণ উপজেলার দিশাবন গ্রামের জুম্মন মিয়া (২৫), চান্দিনা উপজেলার অম্বলপুর গ্রামের জোসনা আক্তার (২৫), সদর উপজেলার আড়াইউড়া গ্রামের হাসি আক্তার (২৪) ও তাঁর ছোট বোন মিন্নি আক্তার (১৮)। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও বলেন, নগরীর টমছম ব্রিজ এলাকায় মাছ বিক্রি করেন জুম্মন মিয়া। তিনি মাছ ব্যবসার সুবাদে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। পরে সহজ-সরল ব্যক্তিদের টার্গেট করে নারীর প্রলোভন দেখাতেন। পরে সময়-সুযোগ বুঝে নারী সরবরাহ করতেন। প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য ও ভুক্তভোগী পুরুষকে একান্তে সময় উপভোগ করার ব্যবস্থা করতেন। জুম্মন মিয়া ও প্রতারক চক্রের অন্য সক্রিয় সদস্য মো. আনোয়ার হোসেনসহ তিন-চারজন সদস্য নিয়ে প্রতারক চক্রের নারী সদস্য এবং ভুক্তভোগী পুরুষের একান্তে কাটানোর সময় ঘরে উপস্থিত হয়ে স্থিরচিত্র ও ভিডিও ধারণ করতেন নিজেদের র্যাব পরিচয় দিয়ে। পরে তাঁদের সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিতেন। পরবর্তী সময়ে ভুক্তভোগীকে জোরপূর্বক স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও মামলার ভয় দেখিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
এ ছাড়া চক্রের সদস্যরা বিভিন্ন সময় র্যাব ক্যাম্পে অভিযোগ দেওয়ার নাম করে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ভুক্তভোগীকে ফোন করতেন। ভুক্তভোগী র্যাব অফিসের সামনে এলে ভেতর থেকে বের হয়ে তাঁকে বলতেন স্যার ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। এখন অফিসের কাজে বাইরে যাচ্ছি, অন্যদিন কথা বলব বলে চলে যেত। এ ছাড়া বিভিন্ন সময় অফিসের বাইরে সেলফি তুলে সেগুলো ভুক্তভোগীদের পাঠাত। ভুক্তভোগীদের কাছে নিজেকে র্যাব হিসেবে বিশ্বাস করাত। ভুক্তভোগীরা র্যাব অফিসের ভেতরে টাকা দিতে চাইতেন। কিন্তু চক্রের সদস্যরা বলতেন, র্যাব অফিসের ভেতরে টাকা দিলে সব র্যাব সদস্য বিষয়টি জেনে যাবেন এবং এতে করে তাঁকে আরও চার-পাঁচ গুণ টাকা বেশি দিতে হবে বলে ভয়ভীতি প্রদর্শন করতেন। ভুক্তভোগীরা সামাজিক লজ্জা ও মানসম্মানের ভয়ে বিষয়টি অন্য কারও সঙ্গে শেয়ার করতে পারতেন না, তাই বাধ্য হয়ে তাদের টাকা দিতেন।
এমন প্রতারণার শিকার এক ভুক্তভোগী ব্যবসায়ী গত বৃহস্পতিবার র্যাবের কাছে এমন অভিযোগ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, র্যাব পরিচয়ে একটি প্রতারক চক্র তাঁর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব গত সোমবার রাতে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় তিন নারী সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।
কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নারীদের দিয়ে ফাঁদ পেতে মানুষকে জিম্মি ও র্যাব পরিচয় দিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের তিন নারীসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় প্রতারণাকাজে ব্যবহৃত একটি র্যাব লেখা জ্যাকেটও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৫), সদর দক্ষিণ উপজেলার দিশাবন গ্রামের জুম্মন মিয়া (২৫), চান্দিনা উপজেলার অম্বলপুর গ্রামের জোসনা আক্তার (২৫), সদর উপজেলার আড়াইউড়া গ্রামের হাসি আক্তার (২৪) ও তাঁর ছোট বোন মিন্নি আক্তার (১৮)। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও বলেন, নগরীর টমছম ব্রিজ এলাকায় মাছ বিক্রি করেন জুম্মন মিয়া। তিনি মাছ ব্যবসার সুবাদে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। পরে সহজ-সরল ব্যক্তিদের টার্গেট করে নারীর প্রলোভন দেখাতেন। পরে সময়-সুযোগ বুঝে নারী সরবরাহ করতেন। প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য ও ভুক্তভোগী পুরুষকে একান্তে সময় উপভোগ করার ব্যবস্থা করতেন। জুম্মন মিয়া ও প্রতারক চক্রের অন্য সক্রিয় সদস্য মো. আনোয়ার হোসেনসহ তিন-চারজন সদস্য নিয়ে প্রতারক চক্রের নারী সদস্য এবং ভুক্তভোগী পুরুষের একান্তে কাটানোর সময় ঘরে উপস্থিত হয়ে স্থিরচিত্র ও ভিডিও ধারণ করতেন নিজেদের র্যাব পরিচয় দিয়ে। পরে তাঁদের সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিতেন। পরবর্তী সময়ে ভুক্তভোগীকে জোরপূর্বক স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও মামলার ভয় দেখিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
এ ছাড়া চক্রের সদস্যরা বিভিন্ন সময় র্যাব ক্যাম্পে অভিযোগ দেওয়ার নাম করে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ভুক্তভোগীকে ফোন করতেন। ভুক্তভোগী র্যাব অফিসের সামনে এলে ভেতর থেকে বের হয়ে তাঁকে বলতেন স্যার ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। এখন অফিসের কাজে বাইরে যাচ্ছি, অন্যদিন কথা বলব বলে চলে যেত। এ ছাড়া বিভিন্ন সময় অফিসের বাইরে সেলফি তুলে সেগুলো ভুক্তভোগীদের পাঠাত। ভুক্তভোগীদের কাছে নিজেকে র্যাব হিসেবে বিশ্বাস করাত। ভুক্তভোগীরা র্যাব অফিসের ভেতরে টাকা দিতে চাইতেন। কিন্তু চক্রের সদস্যরা বলতেন, র্যাব অফিসের ভেতরে টাকা দিলে সব র্যাব সদস্য বিষয়টি জেনে যাবেন এবং এতে করে তাঁকে আরও চার-পাঁচ গুণ টাকা বেশি দিতে হবে বলে ভয়ভীতি প্রদর্শন করতেন। ভুক্তভোগীরা সামাজিক লজ্জা ও মানসম্মানের ভয়ে বিষয়টি অন্য কারও সঙ্গে শেয়ার করতে পারতেন না, তাই বাধ্য হয়ে তাদের টাকা দিতেন।
এমন প্রতারণার শিকার এক ভুক্তভোগী ব্যবসায়ী গত বৃহস্পতিবার র্যাবের কাছে এমন অভিযোগ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, র্যাব পরিচয়ে একটি প্রতারক চক্র তাঁর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব গত সোমবার রাতে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় তিন নারী সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২১ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২২ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫