Ajker Patrika

জানালায় তারের জাল বসানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৯: ০০
জানালায় তারের জাল বসানোর সুপারিশ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। যাত্রীদের পাশাপাশি চালকও এতে আহত হচ্ছেন। এ ঘটনা এড়াতে ট্রেনের জানালায় তারের জাল (নেট) বসানোর সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার রেল ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত নয় মাসে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে ১১০টি। এসব ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। পাথর নিক্ষেপে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩টি। সবশেষ গত মঙ্গলবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামের এক হকার আহত হন।

গতকাল বুধবার বিকেলে রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ঢিল ছোড়া রোধ করতে পদক্ষেপ গ্রহণ বিষয়ে এক সভা হয়। সেখানে সভায় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপপ্রবণ এলাকা হিসেবে রেলওয়ের পূর্বাঞ্চলের ও পশ্চিমাঞ্চলের কিছু জেলাকে চিহ্নিত করা হয়েছে। পূর্বাঞ্চলের পাথর নিক্ষেপপ্রবণ এলাকাগুলো হলো সিএমপি চট্টগ্রাম, চট্টগ্রাম, ফেনী, সিলেট এবং নরসিংদী জেলা। পশ্চিমাঞ্চলের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট এবং খুলনা জেলা।

সভায় উপস্থিত থাকা কর্মকর্তারা জানিয়েছেন, পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যমে এ বিষয়ে আরও প্রচার বাড়ানো হবে।

জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা বাড়ানো হবে। মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষকদের এর সঙ্গে যুক্ত করা হবে। তা ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সবাইকে এর ক্ষতি সম্পর্কে জানাতে হবে।

এসব বিষয়ে আগামী ৩ অক্টোবর রোববার রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে করবেন বলে সভা সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত