Ajker Patrika

মাদক আসে পাশের দেশ থেকে, নিয়ন্ত্রণে বসবে সেন্সর : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ জুন ২০২১, ১৪: ১৮
মাদক আসে পাশের দেশ থেকে, নিয়ন্ত্রণে বসবে সেন্সর : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আমাদের দেশ মাদক উৎপাদন করে না। মাদক আসে পাশের দেশ ভারত ও মিয়ানমার থেকে। মাদকের জোগান বন্ধে সীমান্তে সেন্সর বসানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার সকালে বাংলাদেশের বেসরকারি সংগঠন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। দেশি সংস্থার পাশাপাশি বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে মাদক নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। তবে শুধু সরকারের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সমাজ ও পরিবারকে এগিয়ে আসতে হবে। সন্তানকে সময় দিতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে সন্তানকে আগলে রাখলে দেশ মাদকমুক্ত হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন ও কাঠামো পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছিল ঠুঁটো জগন্নাথ। আমরা আইন ও কাঠামো পরিবর্তন করেছি। জনবল বাড়ানো হয়েছে। প্রশিক্ষণ ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে সংস্থাটিকে আধুনিক ও মানসম্পন্ন করা হচ্ছে।

মাদকের চাহিদা থাকলে জোগান বন্ধ করা কঠিন—মন্তব্য করে মন্ত্রী বলেন, তবে বাইরের দেশ থেকে আসা মাদক বন্ধে আমরা বিজিবির তৎপরতা বাড়িয়েছি। সীমান্তে আরও নিরাপত্তাচৌকি বৃদ্ধি করেছি। প্রতিনিয়ত সীমান্ত আধুনিক ও মানসম্পন্ন করা হচ্ছে। বিজিবিকে হেলিকপ্টার দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। সংস্থাগুলোর যা লাগে দেওয়া হবে। দেশকে মাদকমুক্ত করতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত