খেলার মাঠে হেরে বলবে মাঠ ভালা নায়: পরিকল্পনামন্ত্রী
‘তারা নির্বাচনে আসে না। আসলেও আবার খেলার মাঠে হেরে বলবে মাঠ ভালা নায়, রেফারি ভালা নায়, গোলপোস্ট নিছা। হেরে গিয়ে এই সব বললে কোনো কাজ হবে না।’ -বিএনপিকে ইঙ্গিত করে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।