Ajker Patrika

ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর বাবার মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ১০
ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর বাবার মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর বাবার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় স্থানীয় শাহাজালাল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থান তাঁদের দাফন করা হয়।

তাঁরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুদরাইল (মোরাদাবাদ) গ্রামের বাসিন্দা মোহাম্মদ সয়ফুল্লাহ (৮০) ও তাঁর ছেলে আলী আহমদ (৫৫)। এর আগে মঙ্গলবার রাত ২টায় ছেলে ও ভোর ৫টার দিকে বাবার মৃত্যু হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বাবা ও ছেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতে থেকে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ মঙ্গলবার রাতে বাড়িতেই ছেলের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর বাবা মারা যান। আলী আহমদ চার সন্তানের বাবা ছিলেন।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত