লিবিয়ায় গিয়ে নিখোঁজ সিলেটের ২৪ যুবক, একজনের মৃত্যু
লিবিয়ায় গিয়ে সিলেটের বিয়ানীবাজার, বড়লেখা ও জকিগঞ্জ উপজেলার ২৪ জন যুবক নিখোঁজ হয়েছেন। এ ছাড়া মারা গেছেন এক যুবক। গত ৪ মাস থেকে লিবিয়ায় পাড়ি জমানো এই যুবকদের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই। প্রায় ৮-৯ মাস আগে তাঁরা বিভিন্ন সময়ে লিবিয়ায় পাড়ি জমান।