Ajker Patrika

কাতারে সড়ক দুর্ঘটনায় বড়লেখার যুবকের মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
কাতারে সড়ক দুর্ঘটনায় বড়লেখার যুবকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বুধবার (০৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মুন্না বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছেন। 

কাতার প্রবাসীদের সূত্রে জানা গেছে, মুহিবুজ্জামান মুন্না প্রায় ছয় বছর ধরে কাতারে ফুড ডেলিভারির কাজ করতেন। বুধবার রাতে মোটরসাইকেল যোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার সময় চলন্ত মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

কাতার প্রবাসী আনোয়ার হোসেন সাজু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘চলন্ত মোটরসাইকেলে মুন্না হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

মুন্নার বাবা মনিরুজ্জামান মনির কান্নাজড়িত কণ্ঠে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেন, ‘আমার তিন ছেলে মেয়ে। এর মধ্যে আগে এক মেয়ে মারা গেছে। এখন আমার একমাত্র ছেলে মুন্নাও আমাকে ছেড়ে চলে গেল।’ 

দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিন সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁর মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত