গরমের শুরুতেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং
গরম শুরু হতে না হতেই বিদ্যুৎবিভ্রাটে (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে পড়েছেন হবিগঞ্জের বাসিন্দারা। প্রতি এক ঘণ্টা পর পর লোডশেডিংয়ের ফলে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, আদালত, কলকারখানা, গৃহস্থলির সব ধরনের কাজে ব্যাঘাত হচ্ছে।