Ajker Patrika

নবীগঞ্জে শাখা বরাক নদীর দূষণের প্রতিবাদে পদযাত্রা 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে শাখা বরাক নদীর দূষণের প্রতিবাদে পদযাত্রা 

হবিগঞ্জের নবীগঞ্জে শাখা বরাক নদীর চলমান দূষণের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ময়লার ভাগাড়ে ফুল ফুটুক, শাখা বরাক নদী পরিষ্কার হোক’ এই স্লোগানে কর্মসূচির আয়োজন করা হয়। 

আজ শনিবার বিকেলে রিভার উইংসের উদ্যোগে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় হতে পদযাত্রা শুরু হয়ে শাখা বরাকের তীরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক শতাধিক নেতারা অংশ নেন। 

পথসভায় রিভার উইংসের আহ্বায়ক তনুজ রায়ের সভাপতিত্বে ও অলিউর রহমান অলির সঞ্চালনায় অংশ নেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, এটিএম সালাম, আয়ান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলী ছালিক মিয়া। 

আরও উপস্থিত ছিলেন—শ্রমিকনেতা মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ সার্কেল শিক্ষাসেবার পরিচালক সাইফুর রহমান খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহসভাপতি এম এ মুহিত, অর্থ সম্পাদক শওকত আলী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি আহমেদ চৌধুরী, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, রিভার উইংসের সদস্যসচিব পলাশ বনিক, ওহি দেওয়ান চৌধুরী, ফয়জুর রব ফনি, জাকারিয়া অপু প্রমুখ। 

পথসভায় বক্তারা শাখা বরাক নদীর দূষণ প্রতিরোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত