শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধস, ৪ নারী শ্রমিক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধসে চার নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হীরা ভূমিজ (৩০), রীনা ভূমিজ (২০), পূর্ণিমা (২৬) ও রাধা মাহালি (৪০)।