নলকূপ থেকে উঠছে না পানি, দুর্ভোগে কমলগঞ্জের বাসিন্দারা
শুষ্ক মৌসুম এলেই মৌলভীবাজারের কমলগঞ্জের হাওর-বাঁওর, খাল-বিল নদী-নালার পানি শুকিয়ে যায়। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপে দেখা দেয় পানির সংকট। সম্প্রতি উপজেলার পতনঊষার, মুন্সীবাজার, রহিমপুরসহ কয়েকটি ইউনিয়নে অনেক নলকূপে পানি উঠছে না বলে জানিয়েছেন সাধারণ মানুষেরা।