স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যারিস্টার সুমনের মনোনয়নপত্র জমা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট, মাধবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ বুধবার বেলা ২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।