‘ভোট দিলেও ওমরা এমপি হবে, না দিলেও ওমরাই এমপি হবে’
ভোট দিলেও ওমরা এমপি হবে, না দিলেও ওমরা এমপি হবে, ভোটে দাঁড়ানো ছয়জন প্রার্থীর কাহকেই মোর পছন্দ না। তাই হামরা গোটা পরিবারের লোকলা (লোকেরা) ভোট দিবা যামোইনি (যাব না) আগেই ঠিক করিজি। আইজ হামরা নিজের কাম করিতে ব্যস্ত...