পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে খুচরা বাজারে বেড়েই চলেছে চালের দাম। আমন ধান কাটা-মাড়াই শুরু হলেও চালের দাম কমার লক্ষণ নেই। মাসখানেকের ব্যবধানে প্রতি কেজি চালে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এতে চাল কিনতে নাভিশ্বাস উঠছে অসচ্ছল মানুষের।
পীরগঞ্জ সদরের পুরোনো বাজারে গিয়ে দেখা গেছে, বিআর-২৮ প্রতি কেজি ৬২ টাকা, নাজিরশাইল ৮০, হাইব্রিড মোটা ৪২, রঞ্জিত ৫২, মিনিকেট ৭০ ও গুটি স্বর্ণা ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব চাল মাসখানেক আগে ১০-১৫ টাকা কমে বিক্রি হয়েছে।
পুরান বাজারের চাল ব্যবসায়ী শংকর কুমার বলেন, ‘প্রতিদিনই আড়ত, অটো চালকল এবং মোকামে চালের দাম বাড়ছে। আমরাও বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছি।’
বাজারের ক্রেতারা জানান, দিন দিন চালের মূল্য বাড়ছে, এতে চাল কিনতে তাঁদের কষ্ট বাড়ছে।
উপজেলার ধনশালা গ্রামের লিটন মিয়া, বাহাদুরপুর গ্রামের আব্দুল মান্নান মিয়া ও নিয়ামতপুর গ্রামের শাহজাহান আলী দিনমজুরির কাজ করেন। তাঁরা বলেন, ‘হামার ধানের আবাদ নাই। প্রতিদিনই চাউল কিনি খাই। প্রতিদিনই চাউলের দাম বাড়তিছে। এটা কেউ দ্যাকে না।’
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জে প্রতিবছর খাদ্য উদ্বৃত্ত হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য অঞ্চলেও চাল সরবরাহ হয়। কিন্তু এবার আমন মৌসুমের শুরু হলেও চালের বাজার অস্থির হয়ে গেছে। প্রতি কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
যাঁরা প্রতিনিয়তই চাল কিনে খান, তাঁরা চালের দাম বাড়ার কারণে অসহায় হয়ে পড়েছেন; বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষ। যাঁরা আবাদ করেন না, তাঁরা বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এবারে ২৫ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বলেন, সরকার চালের বাজারমূল্য নিয়ন্ত্রণে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিক্রি করছে। উপজেলা সদরে তিনজন ওএমএস ডিলার চাল বিক্রি করছেন। তাঁরা নিম্ন আয়ের মানুষের কাছে চাল বিক্রি করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে। ফলনও ভালো হওয়ার আশা করা হচ্ছে। এরপরও মৌসুমের শুরুতে চালের বাজার কেন এমন হচ্ছে, তা জানা নেই।
রংপুরের পীরগঞ্জে খুচরা বাজারে বেড়েই চলেছে চালের দাম। আমন ধান কাটা-মাড়াই শুরু হলেও চালের দাম কমার লক্ষণ নেই। মাসখানেকের ব্যবধানে প্রতি কেজি চালে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এতে চাল কিনতে নাভিশ্বাস উঠছে অসচ্ছল মানুষের।
পীরগঞ্জ সদরের পুরোনো বাজারে গিয়ে দেখা গেছে, বিআর-২৮ প্রতি কেজি ৬২ টাকা, নাজিরশাইল ৮০, হাইব্রিড মোটা ৪২, রঞ্জিত ৫২, মিনিকেট ৭০ ও গুটি স্বর্ণা ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব চাল মাসখানেক আগে ১০-১৫ টাকা কমে বিক্রি হয়েছে।
পুরান বাজারের চাল ব্যবসায়ী শংকর কুমার বলেন, ‘প্রতিদিনই আড়ত, অটো চালকল এবং মোকামে চালের দাম বাড়ছে। আমরাও বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছি।’
বাজারের ক্রেতারা জানান, দিন দিন চালের মূল্য বাড়ছে, এতে চাল কিনতে তাঁদের কষ্ট বাড়ছে।
উপজেলার ধনশালা গ্রামের লিটন মিয়া, বাহাদুরপুর গ্রামের আব্দুল মান্নান মিয়া ও নিয়ামতপুর গ্রামের শাহজাহান আলী দিনমজুরির কাজ করেন। তাঁরা বলেন, ‘হামার ধানের আবাদ নাই। প্রতিদিনই চাউল কিনি খাই। প্রতিদিনই চাউলের দাম বাড়তিছে। এটা কেউ দ্যাকে না।’
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জে প্রতিবছর খাদ্য উদ্বৃত্ত হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য অঞ্চলেও চাল সরবরাহ হয়। কিন্তু এবার আমন মৌসুমের শুরু হলেও চালের বাজার অস্থির হয়ে গেছে। প্রতি কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
যাঁরা প্রতিনিয়তই চাল কিনে খান, তাঁরা চালের দাম বাড়ার কারণে অসহায় হয়ে পড়েছেন; বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষ। যাঁরা আবাদ করেন না, তাঁরা বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এবারে ২৫ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বলেন, সরকার চালের বাজারমূল্য নিয়ন্ত্রণে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিক্রি করছে। উপজেলা সদরে তিনজন ওএমএস ডিলার চাল বিক্রি করছেন। তাঁরা নিম্ন আয়ের মানুষের কাছে চাল বিক্রি করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে। ফলনও ভালো হওয়ার আশা করা হচ্ছে। এরপরও মৌসুমের শুরুতে চালের বাজার কেন এমন হচ্ছে, তা জানা নেই।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫