ভালো মানুষ কোথায়
বেঁচে থাকার তাগাদা অনেকের মতো তারও; বিশেষ করে দুই মেয়ের জন্য তার বেঁচে থাকার স্বপ্ন। ছোট মেয়েকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকা শহরে পা ফেলেছে ৩০ বছরের হামিদা। বড় মেয়ে দাদির কাছে। দাদি তার সেবাযত্ন করার জন্য বউকে কাছে না রাখলেও তার মেয়ে সালমাকে কাছে রেখে দিয়েছে। বড় গলায় দাদি বলেছে, এই মেয়ে সালমা এখন