Ajker Patrika

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮: ০২
কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত

কিশোরগঞ্জে বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশীদ মামুন (২৫) এবং একই এলাকার আবদুল্লাহ আল রাজীবের ছেলে আশরাফুল ইসলাম (২০)। তাঁরা দুজন সম্পর্কে মামা-ভাগনে হয় বলে জানা যায়। 

কটিয়াদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে মামুনুর রশীদ মামুন ও আশরাফুল ইসলাম বাজিতপুর থেকে মোটরসাইকেলে কিশোরগঞ্জ জেলা শহরে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। 

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত