স্কুলের মাঠ সেতুর ঠিকাদারের দখলে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, যে কারণে গুদাম ঘরটি নির্মাণ করা হয়েছিল সেই কাজ শেষ। এরপরও গুদামটি সরানো হয়নি। এ অবস্থায় শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন ঘটছে।