উৎসবের আমেজে ভোট
নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন জেলায় মোট ৫১টি ইউপিতে সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বরং কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ।