বৃষ্টি আর শীতে কাহিল মানুষ
দিনাজপুরে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার রাত ৩টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়। এ ছাড়া দিনে দেখা যায়নি সূর্যের আলো।