শিল-পাটায় শাণ দিয়ে জীবন চলে বিমলের
পীরগঞ্জ উপজেলার গুজ্জিপাড়া গ্রামের বাসিন্দা বিমল ঘোষ (৭০)। পৈতৃক সূত্রে পাওয়া ঘিয়ের ব্যবসা ছেড়ে দিয়ে এখন জীবিকা নির্বাহ করেন শিল-পাটায় শাণ দেওয়ার কাজ করে। বিমলের বাবা প্রয়াত বোনারিলাল ঘোষ ছিলেন উপজেলার নামকরা ঘি উৎপাদক। কিন্তু নানা প্রতিবন্ধকতায় ২০ বছর আগে বাপ-দাদার পেশা ছেড়ে বিমল করছেন শিল-পাটায় শা