‘সরই হেতু মতে ওড়া সাজাওঁ’
‘সরই হেতু মতে ওড়া সাজাওঁ (বড়দিন উপলক্ষে বাড়ি সাজাচ্ছি), সিকাতে রঙইং ক্রিংয়া পাইসা বানু তিয়া (টাকা নেই কী আর করা, চুন দিয়ে এভাবে আলপনা আঁকছি) ’ কথাগুলো বলছিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর সূর্যপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী এলেথিউস বাস্কে।