গল্পের ছলে পাঠদান
‘আম্মা বলেন পড়রে সোনা/ আব্বা বলেন, মন দে;/ পাঠে আমার মন বসে না/ কাঁঠালচাঁপার গন্ধে।’ কবি আল মাহমুদ ‘পাখির মতো’ কবিতায় শিশুশিক্ষার্থীদের মনের কথা এভাবেই তুলে ধরেছেন। শিশুদের চঞ্চল মন যে পড়ায় বসতে চায় না, পঙ্ক্তিগুলোতে সে কথাই বর্ণনা করা হয়েছে। এ কারণে শিশুশিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে গল্প ও