দেড় যুগেও যে সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি
প্রায় দেড় যুগ পেরিয়ে গেলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের গুড়মা গ্রাম থেকে ক্ষীরশীন গ্রাম পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তায়। ফলে ক্ষীরশীন, শিলংদহ, গুড়মা, গুড়পিপুল ও আড়ংগাইলসহ পাঁচ গ্রামের প্রায় সাড়ে ১৮ হাজার মানুষকে ওই রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ