অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা করা হয়
অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক রাসেলকে (১৫) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীরকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল, ভ্যানের ব্যাটারি, চাবি, পাঁচ হাজার ৫০০ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।