সিরাজগঞ্জে হত্যার পর মুক্তিপণ দাবি: ৬ আসামির যাবজ্জীবন
সিরাজগঞ্জের বেলকুচিতে মনোতোষ (৩২) নামের এক যুবককে হত্যার পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তা ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।