শীতের বার্তায় জমছে আসর
হেমন্তের বেশির ভাগ সময় পার হয়ে গেছে। দেশজুড়ে এরই মধ্যে শীতের আমেজ শুরু হয়ে গেছে। একই সঙ্গে আনাগোনা শুরু হয়েছে পরিযায়ী পাখিদের। রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকার খাল, বিল ও বড় জলাশয়ে বসতে শুরু করেছে নানা জাতের পরিযায়ী পাখি।