ফরিদপুর প্রতিনিধি
‘ওরে যে কষ্ট করে, ফইর্যাত (অন্যের জমিতে শ্রম) দিয়ে বড় করছি, জমিজমা বেইচ্যা, দেনা হয়ে বিদেশে পাঠাইছি। ও আমারে এহন চিনেই না। বউর কথা শুনে ওর শ্বশুরবাড়ির মানুষ আইন্যা আমারে হাতর দিয়্যা মাইরছে (মারধর)।’ প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালের বিছানায় বসে কেঁদে কেঁদে নিজ ছেলের বিরুদ্ধে এভাবে অনুযোগ করছিলেন ষাটোর্ধ্ব বাবা নূর ইসলাম বিশ্বাস। তিনি ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরজ্ঞানদিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে নূর ইসলামের। বড় ছেলে পরিবার নিয়ে অন্যত্র থাকেন। অসুস্থ স্ত্রী রিজিয়া বেগমকে নিয়ে অন্যের জমিতে শ্রম বিক্রি করে চলে নূর ইসলামের সংসার। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি।
নূর ইসলামের অভিযোগ, ছোট ছেলে সিঙ্গাপুরপ্রবাসী সজিব বিশ্বাসের (২৮) বিরুদ্ধে। তিনি জানান, বসতবাড়ির জমি লিখে না দেওয়ায় গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ছোট ছেলে ও ছেলের শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নূর ইসলাম বলেন, ‘জমিজমা বিক্রি করে ২০১৬ সালের দিকে ছোট ছেলেকে সিঙ্গাপুর পাঠিয়ে দিই। এর মধ্যে বাড়িতে এসে পরিবারের নিষেধ অমান্য করে একই গ্রামের এক তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করে সে। পরে প্রবাসে গিয়ে আমাদের (বাবা-মা) সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ছয় বছর পর গত ২৯ মে দেশে এসেই শ্বশুরবাড়িতে অবস্থান নেয়। এর মধ্যে বাড়িতে এসে বসতভিটার জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।’
নূর ইসলাম বলেন, ‘আমার জমিই এইটুকু। আমি যদি এই জমি লিখে দেই, তাইলে আমারে কালকেই ঘেটি (ঘাড়) ধরে বাইর কইর্যা দিবে। আমি কোথায় যাব, আমারে তো পথে ফেলায় দিবে। জমি লেখা ছাড়াই তো বাড়ি থাকতে পারি না। আমি সুষ্ঠু বিচার চাই। পৃথিবীতে এ রকম যেন আর কারও সঙ্গে না হয়।’
নির্যাতনের বর্ণনা দিয়ে নূর ইসলাম বলেন, ‘ছেলের বউ এসে আমাকে গালিগালাজ করে। জমি লিখে না দিলে আমারে গলা টিপে মাইর্যা ফেলবে। তহন (তখন) ফোন দিয়ে লোকজন আনে। তারা আমার বুকের পাশে হাতড়ি দিয়ে বাড়ি দেয়, আমার ঘাড়ে কিলায় (কিল-ঘুষি)। আমার ছেলেই সবকিছু করাইছে। আমি হাসপাতালে আসার পরে ট্রাক এনে আমার গরুও নিতে গেছিল। তহন মাইনষে (প্রতিবেশীরা) ঠেকায় রাখে (বাধা দেন)।’
এ বিষয়ে তিনি ওই দিন বিকালে থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন নূর ইসলাম। এজাহারে ছেলে সজিব বিশ্বাস, স্ত্রী তানজিলা, শ্যালক জিহাদ শেখ, শ্বশুর হালিম শেখ, স্থানীয় মানিক মণ্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সজীব বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। এ ছাড়া বাড়িতে গিয়েও কাউকে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
জানতে চাইলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যতটুকু জেনেছি, এটা পারিবারিক বিরোধ।’
‘ওরে যে কষ্ট করে, ফইর্যাত (অন্যের জমিতে শ্রম) দিয়ে বড় করছি, জমিজমা বেইচ্যা, দেনা হয়ে বিদেশে পাঠাইছি। ও আমারে এহন চিনেই না। বউর কথা শুনে ওর শ্বশুরবাড়ির মানুষ আইন্যা আমারে হাতর দিয়্যা মাইরছে (মারধর)।’ প্রবাসী ছেলের নির্যাতনে হাসপাতালের বিছানায় বসে কেঁদে কেঁদে নিজ ছেলের বিরুদ্ধে এভাবে অনুযোগ করছিলেন ষাটোর্ধ্ব বাবা নূর ইসলাম বিশ্বাস। তিনি ফরিদপুর জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরজ্ঞানদিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে নূর ইসলামের। বড় ছেলে পরিবার নিয়ে অন্যত্র থাকেন। অসুস্থ স্ত্রী রিজিয়া বেগমকে নিয়ে অন্যের জমিতে শ্রম বিক্রি করে চলে নূর ইসলামের সংসার। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি।
নূর ইসলামের অভিযোগ, ছোট ছেলে সিঙ্গাপুরপ্রবাসী সজিব বিশ্বাসের (২৮) বিরুদ্ধে। তিনি জানান, বসতবাড়ির জমি লিখে না দেওয়ায় গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ছোট ছেলে ও ছেলের শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নূর ইসলাম বলেন, ‘জমিজমা বিক্রি করে ২০১৬ সালের দিকে ছোট ছেলেকে সিঙ্গাপুর পাঠিয়ে দিই। এর মধ্যে বাড়িতে এসে পরিবারের নিষেধ অমান্য করে একই গ্রামের এক তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করে সে। পরে প্রবাসে গিয়ে আমাদের (বাবা-মা) সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ছয় বছর পর গত ২৯ মে দেশে এসেই শ্বশুরবাড়িতে অবস্থান নেয়। এর মধ্যে বাড়িতে এসে বসতভিটার জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।’
নূর ইসলাম বলেন, ‘আমার জমিই এইটুকু। আমি যদি এই জমি লিখে দেই, তাইলে আমারে কালকেই ঘেটি (ঘাড়) ধরে বাইর কইর্যা দিবে। আমি কোথায় যাব, আমারে তো পথে ফেলায় দিবে। জমি লেখা ছাড়াই তো বাড়ি থাকতে পারি না। আমি সুষ্ঠু বিচার চাই। পৃথিবীতে এ রকম যেন আর কারও সঙ্গে না হয়।’
নির্যাতনের বর্ণনা দিয়ে নূর ইসলাম বলেন, ‘ছেলের বউ এসে আমাকে গালিগালাজ করে। জমি লিখে না দিলে আমারে গলা টিপে মাইর্যা ফেলবে। তহন (তখন) ফোন দিয়ে লোকজন আনে। তারা আমার বুকের পাশে হাতড়ি দিয়ে বাড়ি দেয়, আমার ঘাড়ে কিলায় (কিল-ঘুষি)। আমার ছেলেই সবকিছু করাইছে। আমি হাসপাতালে আসার পরে ট্রাক এনে আমার গরুও নিতে গেছিল। তহন মাইনষে (প্রতিবেশীরা) ঠেকায় রাখে (বাধা দেন)।’
এ বিষয়ে তিনি ওই দিন বিকালে থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন নূর ইসলাম। এজাহারে ছেলে সজিব বিশ্বাস, স্ত্রী তানজিলা, শ্যালক জিহাদ শেখ, শ্বশুর হালিম শেখ, স্থানীয় মানিক মণ্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সজীব বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। এ ছাড়া বাড়িতে গিয়েও কাউকে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
জানতে চাইলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যতটুকু জেনেছি, এটা পারিবারিক বিরোধ।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৪ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৯ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৪ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে