‘আরসার কমান্ডার’সহ ৫ রোহিঙ্গা হত্যা মামলায় গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে কক্সবাজার র্যাব-১৫, এপিবিএন-৮ ও ১৪ এবং জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।