Ajker Patrika

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৬: ২০
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে আমরা উপস্থিত হয়েছি। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন (৩৮) বলেন, ‘আমার পার্শ্ববর্তী ব্লকে আগুন লেগেছে, পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে এসেছি। আগুন দেখে মনে হচ্ছে, অনেক দূর ছড়িয়ে পড়তে পারে।’

২০২১ সালের ২২ মার্চ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী তিনটি ক্যাম্পে আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত