অশান্ত সাগরে টহল কমের সুযোগ নিচ্ছে পাচারকারীরা
বঙ্গোপসাগর থেকে আন্তর্দেশীয় যাত্রীবাহী কোনো জাহাজ চলাচল নেই। উপকূলে কিছু আন্তজেলা নৌযান চললেও সেগুলো সাগর, আকাশ আর মেঘের মেজাজ বুঝে চলে। শুধু মানব পাচারকারীরা সেসবের ধার ধারে না। সাগর অশান্ত থাকলে টহল কম থাকবে...