টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।
১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন।
মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ।
শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।
১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন।
মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে