‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই
‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ...’ গানটি শ্রেণিভেদে এখনো জনপ্রিয়। তবে গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর লিখবেন না। আজ মঙ্গলবার (১২ মার্চ) তিনি ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।