নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ (বৃহস্পতিবার) ভোরে শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও ট্রাক তল্লাশি করে ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চিনি ব্যবসায়ী মো. হারুন মিয়া (৩৪), একই উপজেলার পূর্ব বাজার এলাকার ট্রাকচালক শফিকুল ইসলাম (২৫), ঘোষ বেড় এলাকার পিকআপ ভ্যানচালক শেখ ফরিদ (২২) ও শংরা এলাকার ট্রাকচালকের সহযোগী হৃদয় দাস (১৮)।
পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা থেকে থেকে একটি পিকআপ ভ্যান ও ট্রাকে করে চোরাই চিনি আসছে। এমন খবরে বৃহস্পতিবার ভোরে শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও ট্রাক এলে তা থামিয়ে দেয় পুলিশ।
পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৭০ বস্তা ও পিকআপ ভ্যান থেকে ১৭০ বস্তাসহ মোট ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় চিনি ব্যবসায়ী, ট্রাকচালক, পিকআপ ভ্যানচালক ও ট্রাকচালকের সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও চিনি থানায় রয়েছে।’
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ (বৃহস্পতিবার) ভোরে শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও ট্রাক তল্লাশি করে ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চিনি ব্যবসায়ী মো. হারুন মিয়া (৩৪), একই উপজেলার পূর্ব বাজার এলাকার ট্রাকচালক শফিকুল ইসলাম (২৫), ঘোষ বেড় এলাকার পিকআপ ভ্যানচালক শেখ ফরিদ (২২) ও শংরা এলাকার ট্রাকচালকের সহযোগী হৃদয় দাস (১৮)।
পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা থেকে থেকে একটি পিকআপ ভ্যান ও ট্রাকে করে চোরাই চিনি আসছে। এমন খবরে বৃহস্পতিবার ভোরে শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও ট্রাক এলে তা থামিয়ে দেয় পুলিশ।
পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৭০ বস্তা ও পিকআপ ভ্যান থেকে ১৭০ বস্তাসহ মোট ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় চিনি ব্যবসায়ী, ট্রাকচালক, পিকআপ ভ্যানচালক ও ট্রাকচালকের সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও চিনি থানায় রয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে