বিয়ের আগের দিন রাতে নিজ কক্ষে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেদোয়ান প্রামানিক (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেদোয়ান প্রামানিক সান্দিড়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক প্রামানিকের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গতক