বাঁশ-বেতের সামগ্রীর দুর্দিন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শরীফপুর সেতুর পাশে দাঁড়িয়ে বাঁশ–বেতের তৈরি জিনিস নিয়ে ক্রেতাদের সঙ্গে দর–কষাকষি করছেন এক বিক্রেতা। তাঁর সামনে সাজানো বাঁশ-বেতের হাইঙ্গা, টুকরি, খাঁচা, পাতি, কোলা, পাতলা, চাটাই। তবে ক্রেতা না থাকায় বিক্রি তেমন নেই। ফলে উপার্জন কমেছে। সংসার চালাতে খাচ্ছেন হিমশিম। আয় কমে