ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
ত্রিশালে ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভারব্রিজ সচেতনতার অভাবে প্রায় অব্যবহৃতই রয়েছে। নারী, শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণিপেশার মানুষই ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন মহাসড়ক। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সচেতনতা বাড়াতে প্রশাসনের নেই কোনো উদ্যোগ।