মাল্টাবনে তিতিরের কলরব
গাছ ভরে আছে মাল্টায়। একটা-দুটো নয়, দুই একর জমিজুড়েই এমন শত শত মাল্টার গাছ ফলের ভারে যেন নুয়ে পড়তে চাইছে। কোনো কোনো গাছ তো লাঠি দিয়ে ঠেকনা দিতে হয়েছে। শুধু মাল্টা নয়, দেশি-বিদেশি আরও নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ রয়েছে মাল্টাগাছের ফাঁকে ফাঁকে। এর মাঝেই এখানে সেখানে দৌড়ে বেড়ায় পাঁচ শতাধিক তিতির পাখি।