চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, বাঁচতে লাফ দিয়ে গুরুতর আহত
ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই নারী নিজের সম্ভ্রম রক্ষা করতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ত্রিশাল থেকে বাসচালক, সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে...