সাপের খবর পেলেই ছুটে যান তিনি
শত ব্যস্ততার মধ্যেও বিষধর সাপের খবর পেলেই ছুটে যান তিনি। বিনা পারিশ্রমিকে সাপ ধরে অবমুক্ত করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা রাজু আহমেদ (২৪) জানিয়েছেন, শখ থেকেই এই কাজ শুরু করেছিলেন। পরে স্নেক রেসকিউর ওপর প্রশিক্ষণও নিয়েছেন। বন্য প্রাণীর প্রতি ভালো লাগা থেকেই তিনি চাকরির পাশাপাশি সাপ উদ্ধার করেন।