ম্যানেজিং কমিটির সভাপতির বড় স্ত্রী স্কুলের প্রধান শিক্ষক, থাকেন ঢাকায়, তাঁর প্রক্সি দেন ছোট স্ত্রী
বিদ্যালয়ের ম্যানেজিং (পরিচালনা) কমিটির সভাপতির বড় স্ত্রী প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। তবে অভিযোগ উঠেছে তিনি কর্মস্থলে উপস্থিত থাকেন না, তাই সভাপতির ছোট স্ত্রী দেন প্রক্সি। প্রধান শিক্ষক ঢাকায় থাকেন, কালেভদ্রে আসেন এলাকায়।