আ.লীগ নেতার হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম
কুষ্টিয়ার ভেড়ামারার আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডলের (৫২) হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ সময়ের মধ্যে জড়িতদের পুলিশ গ্রেপ্তার না করলে আগামীকাল শনিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।