তবু বিশ্বকাপে স্পিনে ভরসা থাকছে বাংলাদেশের
শামীম হোসেন ও মুশফিকুর রহিমের কাছে মার খেয়ে ১ ওভারেই ১৯ রান দিয়েছিলেন নাসুম আহমেদ। দুদিন আগে মিরপুরে ম্যাচের আবহে শেষ পাওয়ার প্লে অনুশীলনের ঘটনা ছিল এটি। তবে গত পরশু দৃশ্যপট বদলে গেল, ওই নাসুমই দারুণ এক ডেলিভারিতে ক্যাচে ফেরালেন মুশফিককে। ক্যাচটিও ধরলেন আবার নাসুমের কাছে দলে জায়গা হারানো তাইজুল ইসলা