গণভবনে যেতে পারা-না পারা নিয়ে কাদের সিদ্দিকী-জয়ের পাল্টাপাল্টি
সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘জয় নাকি প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেছে। আমি তো ইচ্ছা করলে এখনই পারি। কিন্তু একটা কথা বলি, জয় বাবা, তুমি দেখা করতে পারো নাই। এখন তোমার সঙ্গে দেখা করার মতো সময় প্রধানমন্ত্রীর নাই।’