Ajker Patrika

সখীপুরে ট্রাক্টরের চাকার নিচে পড়ে চালক নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৭
সখীপুরে ট্রাক্টরের চাকার নিচে পড়ে চালক নিহত

টাঙ্গাইলের সখীপুরে নিজের আসন থেকে ছিটকে পড়ে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোর সড়কের পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ট্রাক্টরচালকের নাম মোসাইদ (২৮)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের মৃত নূরনবী মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইটবোঝাই ট্রাক্টরটি বাটাজোর থেকে সখীপুরে আসছিল। সড়কের পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পরিত্যক্ত একটি টিনের ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক্টরের চালক নিজের আসন থেকে ছিটকে পড়ে ওই ট্রাক্টরের চাকার নিচেই পিষ্ট হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ট্রাক্টরচালকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত