দা, কুড়াল ও চাকুসহ মির্জাপুরে আরও তিন তরুণ গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ অভিযান দা, কুড়াল ও চাকুসহ আরও ৩ তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার পুষ্টকামুরী ও বাওয়ার কুমারজানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বড় দুটি দা, একটি চাইনিজ কুড়াল, স্টিলের চেইন ও চাকু উদ্ধার করা হয়েছে।