Ajker Patrika

আ.লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন: কৃষিমন্ত্রী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০: ৫১
আ.লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘একমাত্র নির্বাচনে এসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র পথ হচ্ছে নির্বাচন। বিএনপি নির্বাচনে আসলে আমরা স্বাগত জানাব।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকায় সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালগাছের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই, এ দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে কি না। তারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল আছে কি না। আমরা তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই।’  

২০০৮ সালে একটি সুন্দর নির্বাচন হয়েছিল। এ দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ১৫ বছর দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। তৃণমূলে এমন কোনো গ্রাম নাই যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী নাই। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নাই। তারা ট্রাম্প কার্ড দেখাচ্ছে আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটাবে। এই শক্তি বিএনপির নাই। যত সন্ত্রাস করুক, আগুন-সন্ত্রাস করুক, কোনো সন্ত্রাস করে আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, সবুজ পৃথিবীর সভাপতি আনোয়ার হোসেন নবীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত