বংশাই নদ গিলছে ইটভাটা
মির্জাপুরের সৈয়দপুর এলাকায় বংশাই নদের পাড় ঘেঁষে একই স্থানে গড়ে উঠেছে ১১টি ইটভাটা। এসব ইটভাটার বর্জ্যে বংশাই নদ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এ ছাড়া ইটভাটার রাবিশ, আধলা ও মাটি ফেলে নদের পাড়ের জায়গা ভরাট করা হয়েছে। এর ফলে পরিবর্তিত হচ্ছে বংশাই নদের গতিপথ। এতে অপর পাড়ে ভাঙনে সরকারি বনভূমি বিলীন হচ্ছে বলে অভিয