অস্তিত্ব সংকটে গড়াই নদ
প্রমত্ত পদ্মার শাখানদ গড়াই। কুষ্টিয়ার হাটশহরিপুর ইউনিয়নে পদ্মা থেকে উৎপত্তি হয়ে এটি প্রবাহিত হয়েছে পাঁচটি জেলার মধ্য দিয়ে। কুষ্টিয়া ছাড়াও রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুর হয়ে মিশেছে মধুমতী নদীতে। কিন্তু ৮৬ কিলোমিটারের এই নদ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার অংশে অস্তিত্ব সংকটে পড়েছে। স্রোত কিংবা নৌযান