‘মা, তোমরা তো টাকা দিতে পারলে না, মনে হয় আমাকে মেরে ফেলবে’
ওপাশে অজ্ঞাতনামা এক ব্যক্তি মিঠুর কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাঁর বোনকে বলে, ‘যেহেতু টাকা দিতে পারসনি, তাই তোর ভাইকে বাঁচিয়ে রাখতে পারছি না। আগামীকাল তোর ভাইয়ের লাশ খুঁজে নিস।’ এ কথা বলেই মোবাইল বন্ধ করে দেওয়া হয়।